লেখকের কথা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কেননা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন হয়ে থাকে কিন্তু সকল পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নের ধরন এক নয়। ব্যাংক, EMBA, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, BUP-সহ বেশকিছু বিশ্ববিদ্যালয় ইংরেজী ভার্সনে সাধারণ জ্ঞানের প্রশ্ন এসে থাকে। সাধারণ জ্ঞান বিষয়ে বাজারে একাধিক বই থাকলেও ইংরেজী ভার্সনের উপর সাধারণ জ্ঞানের তেমন কোন মানসম্মত যুগোপযোগী তথ্য সমৃদ্ধ বই না থাকায় পরীক্ষার্থীরা বিড়ম্বনার শিকার হচ্ছে। সেই কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমি আমার পরিশ্রম ও আমার সর্বত্র অভিজ্ঞতার আলোকে ইংরেজী ভার্সনের সাধারণ জ্ঞানের খন্দকার'স GK (English version) বইটি প্রকাশ করতে পেরে আল্লাহ্ তালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । অনেক দিন ধরে হাজারো শিক্ষার্থীর অনুরোধে এবং তাদের প্রয়োজনের বিষয়টি অনুভব করে আমার সীমাবদ্ধ জ্ঞানের সবটুকু উজার করে দিয়ে ও সাধারণ জ্ঞান বিষয়ে একঝাঁক মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় রচিত ইংরেজী ভার্সন GK এর জন্য, এক অনন্য সহায়িকা হলো খন্দকার'স GK (English version). মানুষ মাত্রই ভুল। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ শত ভাগ নির্ভুল নয় তবুও মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার মাঝে আমরা শত চেষ্টার পর বইটি প্রকাশ করতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।